নাজিবুল্লাহ, ভোলা প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন উপজেলায় বাস ট্রাক্টর সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। আজ সোমবার বিকেল ৫.৩০ মিনিটে ভোলা টু চরফ্যাশন গামী যাত্রীবাহী বাস হেলিপোর্ট সংলগ্ন এলাকায় বাস ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে সংঘর্ষে আহত হয় ৫ জন। একজনের অবস্থা গুরুতর। এতে আরো দুইটি ব্যাটারী চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেপরোয়া ভাবে চালিয়ে ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে এ সংঘর্ষ হয়। অপর দিক থেকে আসা অটোরিকশাগুলো চাপা পড়ে যায়। আর যাত্রীরা কেউ কেউ আগেই লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যায়।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।