বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া একুশ শতকের ভয়াবহ মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। তাই এ ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে চট্টগ্রাম নগরের সব মসজিদে মাইকে পাঁচ ওয়াক্ত নামাজের আজানের আগে সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান চট্টগ্রাম মহানগর এলাকার সব মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের আজানের আগে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনগণকে সচেতন করার জন্য সচেতনতামূলক বক্তব্য প্রচার করার নির্দেশনা দেন। এছাড়া ইসলামি ফাউন্ডেশনের ঘরে বসে নামাজ পড়ার নির্দেশ নগরবাসীকে মেনে চলার অনুরোধ জানানো হয়। এদিকে সরকার ঘোষিত ১০ দিনের ছুটিতে গতকাল বুধবার সকাল থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রধান সড়কে টহল দিচ্ছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।















