চবিশ্বব্যাপী জীবন বিনাশী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় -দুঃস্হ মানুষদের সাহায্যের পাশাপাশি এবার সকলের অগোচরে মধ্যবিত্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম কে নিরুৎসাহিত করতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অনেকটা স্থবির। তাই দৃশ্যের বাহিরে সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভোগলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের বিষয়টি চিন্তা করে তাঁরা সাহায্য নিতে চায় না।ফলে তাঁরা ধার-কর্জ করে বা মূল্যবান সম্পত্তি বিক্রি করে। তাঁদের এই আত্মসম্মানবোধকে স্যালুট করে সিএমপি তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।
সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁরা যেহেতু ঘরে অবস্থান করছেন তার ই উপহার স্বরূপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের পক্ষ থেকে তাদের বাসায় তাঁদের আত্ম সম্মান অক্ষুন্ন রেখে (ছবি তুলবে না বা নাম ঠিকানা ও লিখে রাখবে না ) প্রেরণ করা হবে খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
মধ্যবিত্ত পরিবারের সম্মানিত সহযাত্রীগন আপনাদের এই সহযোগিতা টুকু গ্রহন করার জন্য দয়া করে নিচের যেকোন একটি নাম্বারে ফোন করুন যেকোনো সময়…..
সিএমপি হটলাইন:
০১ ৪০০-৪০০ ৪০০
০১৮ ৮০ ৮০ ৮০ ৮০
উত্তর বিভাগ:
চাঁদগাও থানা:01769695669
পাঁচলাইশ থানা:01769695670
বায়েজিদ বোস্তামী থানা :01769695668
খুলশী থানা :01769695666
দক্ষিণ বিভাগ:
কোতোয়ালী থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৫
বাকলিয়া থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৭
চকবাজার থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭৯
সদরঘাট থানা:- ০১৭৬৯-৬৯৫৬৮০
পশ্চিম বিভাগ:
ডবলমুরিং থানা: 017 69695 671
হালিশহর থানা: 017 6969 5673
পাহাড়তলী থানা: 017 6969 5672
আকবরশাহ থানা: 017 6969 5678
বন্দর বিভাগ:
বন্দর থানা-
01769058149, 01769695674
ইপিজেডথানা- 01769691106,01769695677
পতেঙ্গা থানা-
01769058150, 01769695675
কর্ণফুলী থানা- 01769058151,01769695676