গোলাপগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন লাঁফিয়ে বাড়ছে। প্রতিদিন আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে অনির্দিষ্টকালীন লকডাউন। বাড়ি থেকে বের হতে পারছেন না মানুষ। অনেকে না খেয়ে জীবনযাপন করছেন। দেশব্যাপী সরকার থেকে প্রতিটি উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এগিয়ে এসেছে অসহায়দের পাশে। তারই ধারাবাহিকতায় সামাজিক সংগঠন আল আমিন এসোসিয়েশন ও বানীগ্রাম উওর ইয়াং সোসাইটি যৌথ উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের প্রায় ৭০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকাল ৩টায় ইউনিয়নের অসহায় মানুষদের চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আল আমিন এসোসিয়েশনের সভাপতি আব্দুল মাজিদ জুনেদ,
বানীগ্রাম বহর গ্রাম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোবারক আলী, কটলিপাড়া মহিলা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সামসুউদ্দিন, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান ছাদিক,
আল আমিন এসোসিয়েশন সাধারণ সম্পাদক আজিজুর রহমানের বানীগ্রাম উওর ইয়াং সোসাইটির সভাপতি শাহ আলম,আল আমিন এসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃ হামিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আল আমিন এসোসিয়েশন সহ সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক জাবুর আহমদ, আবিদুর রহমান, তারেক আহমদ, শাওন আহমদ, হোছাইন আহমদ, হামিদুর রহমান, আলী হোসেন, তোফায়েল আহমদ প্রমুখ।