দেশের বিভিন্ন স্থানে মসজিদে মসজিদের মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে সকল মুসল্লিদের মসজিদে না এসে বাসায় নামাজ পড়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সাথে করোনাভাইরাস সতর্কতায় সবাইকে ঘরে থাকারও আহবান জানানো হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটা থেকে এ মাইকিং শুরু হয়। এরই ধারাবাহিকতায় নোয়াখালীতে মুয়াজ্জিন মাইকিং করে ঘোষণা দেন, সোমবার আছরের নামাজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে ঘরে নামাজ পরার জন্য আহবান জানানো হচ্ছে। তবে মসজিদে যথা নিয়মে আযান হবে বলেও জানানো হয়।
এসময় করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়। পরিষ্কার পরিছন্ন থাকার পাশাপাশি সরকারি সকল নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। একই সাথে পরিবার ও দেশের স্বার্থে করোনাভাইরাসের সময় সরকারি সকল নির্দেশনার কাজগুলো পালন করার জন্য আহবান জানানো হয়েছে।
একইভাবে ঢাকার কিছু স্থানে, সিলেট, চট্টগ্রাম, বরিশালে বিভিন্ন এলাকায়ও মাইকিং করা হয়। সকল মসজিদ থেকেই সবাইকে একই আহবান জানানো হচ্ছে। করোনাভাইরাসে সকল সতর্কতা বারবার বলা হচ্ছে। একই সাথে মসজিদে না এসে বাসায় অনুরোধের আহবান জানানো হচ্ছে। এর আগে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা জরুরি এক বিজ্ঞপ্তিতে জানানো হছে, শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন।