রাষ্ট্রপতির আদেশক্রমে বিশেষ প্রজ্ঞাপনা জারি, না মানলে জেল-জরিমানা

রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সন্ধ্যা ৬ টার পর কেউ ঘর থেকে বের হতে পারবে না। দিনের যেকোন সময় জরুরি জিনিসপত্র যেমন,ঔষধ, খাবার সংগ্রহ করতে পারবে।

সরকারি ও বেসরকারি ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ও জরুরি ভিত্তিতে কিছু অফিস সীমিত আকারে খোলা থাকবে।

আজকে পর্যন্ত করোনার টেস্ট করা হয়েছে ৭৩৫৯ জনের। মোট আক্রান্ত ৪২৪ জন,মোট মৃত্যু ২৭ জনের। যাদের মধ্যে করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার লক্ষ্মণ সমূহ দেখা দিচ্ছে তারা অবশ্যই আইইডিসিআর, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যোগাযোগ করবেন।

করোনা কোন অভিশাপ নয়। এটি একটি ছোঁয়াচে শক্তিশালী ভাইরাস। যা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এবং চিকিৎসা নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা ৯০% বেশি। কেউ আক্রান্ত হলে পালাবেন না।

সবাই সচেতন হলেই চীনের মতো আমরাও প্রতিরোধ করা সম্ভব।