সৌদি আরবের অর্থমন্ত্রী মুহাম্মদ আল জাদান জানিয়েছেন, সৌদি আরবে বসবাসকারি প্রবাসী ফি দের ইকামা ফি তে কোনপ্রকার পরিবর্তন করছে না সরকার! গনমাধ্যমের সাথে এক আলোচনায় একথা জানান তিনি।
ইকামা ফি তে কোনপ্রকার পরিবর্তন হচ্ছে না!
সৌদি আরবের জনপ্রিয় সংবাদপত্র আল আরাবিয়া এর করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কোন কারনে সরকার সৌদি আরবে বসবাসকারীদের ইকামা ফি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, তবে ঘোষনা দিয়ে এই পরিবর্তনগুলো সকলকে জানিয়ে দেয়া হবে। তবে, সরকারের এখনই ইকামা ফি পরিবর্তনের কোন পরিকল্পনা বা ইচ্ছে নেই।
উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের ফি বৃদ্ধি করা শুরু করে। ২০১৯ সালের জুলাইয়ে এই ফি প্রতিমাসে প্রায় ৩ গুন বৃদ্ধি করা হয়।
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ইকামা ও বিভিন্ন ফি দিনদিন বেড়েই চলেছে। ধারনা করা হয়, বিভিন্ন কর্মক্ষেত্রে সৌদি নাগরিকদের চাকরী দেবার জন্য প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে কঠিন করে তোলা হচ্ছে। বিশেষত, যেসকল সেক্টরে প্রবাসী শ্রমিকদের আধিক্য বেশি, সেসকল সেক্টরে বিভিন্ন ফি বৃদ্ধি পাচ্ছে।