সাম্প্রতিক শিরোনাম

জবিতে ব্যতিক্রমী ‘র‍্যাগ ডে’ উদযাপন

জবি প্রতিনিধিঃ ব্যতিক্রমী র‍্যাগ ডে উদযাপন করে আলোচনায় এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোশাকে র‍্যাগ ডে উদযাপন করে উক্ত বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যাগ ডে উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবি ও সাদা লুঙ্গি পরিধান করে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থীরা। এছাড়াও নারী শিক্ষার্থীদের পরিধানে ছিলো বোরকা ও স্কাফ।

ব্যতিক্রমী এ আয়োজনের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, মূলত পুরান ঢাকার প্রাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশনের মূল্যবান চার বছর ঐতিহ্যবাহী এই এলাকাতেই অতিবাহিত করেছেন। হাজারো সুখ-দুঃখের স্মৃতি পুরান ঢাকাতে তাদের। এসমস্ত বিষয় মাথায় রেখেই ব্যাতিক্রম আয়োজন।

র‍্যাগ ডে উপলক্ষে সকালে ক্যাম্পাসে আনন্দ র‍্যালী করেন শিক্ষার্থীরা।র‍্যালীটি ক্যাম্পাসের কলা অনুষদ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা র‍্যালী থেকে
‘পুরাণ ঢাকার গ্রাজুয়েট’ শ্লোগান দিতে দেখা যায়।

উক্ত বিভাগের বিদায়ী শিক্ষার্থী শিফাত আল করীম বলেন,দিনটি যেমন আনন্দের ঠিক তেমনি বেদনার।বিগত তিন বছর যাবত স্বীকৃত শিক্ষার মধ্যে কি আছে আমরা তা প্রকাশ করতে চাচ্ছি।র‍্যালী শেষ করে তিনি আরো বলেন আমরা গ্রাজুয়েশনে শেষ মুহূর্তে এসে কি কি শিখলাম তা ধারণ করার চেষ্টা করছি।যা শিখেছি তা যেন বিশ্ববিদ্যালয়কে দিতে পারি।আর এজন্যই পুরান ঐতিহ্যে প্রতি আগ্রহ রেখে র‍্যাগ ডের অংশ হিসেবে ভিন্নধর্মী এ কর্মসূচী তারা পালন করে।

ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন বলেন,অন্য সব বিভাগগুলো মতো আমরা ‘র‍্যাগ ডে’ পালন করি না।এটাকে আমরা ‘র‍্যাগ ডে’ না বলে আনার্স গ্রাজুয়েশন কমপ্লিকেশন বলতে পারি।তবলা বাজানো কিংবা রং ছিটানো এ রকম কোনো বিরক্তিকর কর্মকান্ড আমরা অংশ হিসেবে রাখি না।এরপর তার কাছে দিনের কর্মসূচী জানতে চাইলে তিনি বলেন,আমরা ইসলামিক নৈতিকতা ধারণ করে আনন্দের বহিঃপ্রকাশ এছাড়াও আলোচনা সভা ইত্যাদি।

তিনি আরও বলেন, বিভিন্ন কর্মসূচী হাতে রেখে ছেলেরা সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি পরে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে পুরাণ ঢাকার ঐতিহ্যকে ফুটে তুলেছে। আর এই প্রথম জবির কোনো ডিপার্টমেন্ট নিজেদের ‘র‍্যাগ ডে’ তে পুরান ঢাকার ঐতিহ্য ফুটে তুলেছে।এর আগে আমরা জবির কোনো ডিপার্টমেন্ট গুলোতে ঐতিহ্যকে প্রাধন্য দিতে দেখিনি।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...