সাম্প্রতিক শিরোনাম

বিটিসিএলএফের উদ্যোগে জাতীয় বই পাঠ প্রতিযোগিতা

ক্যাম্পাস প্রতিনিধি : করোনার ফলে স্থবির দেশ। মানুষ এখন ঘরমুখী বা অনেকটাই আলস্য জীবনযাপন করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও অনেকদিন ধরেই বন্ধ। কেউ কেউ আবার অনলাইনে কার্যক্রম অব্যাহত রেখেছে। এই সময়কে কাজে লাগিয়ে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে ‘জাতীয় বই পাঠ প্রতিযোগিতা’ যা হবে অনলাইনের মাধ্যমে।

মোঃ জাকারিয়াকে আহবায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে সংগঠনটি। আগামী ১৫ই মে জাতীয় বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উক্ত জাতীয় বই পাঠ প্রতিযোগিতায় পাঁচটি বই নির্ধারণ করা হয়। প্রতিযোগীদের জন্য নির্ধারিত বইগুলো হলো- অসমাপ্ত আত্মজীবনী (শেখ মুজিবুর রহমান), প্রমিত বাংলা বানানের নিয়ম (বাংলা একাডেমি), পথের পাঁচালি (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়), অন দ্য শর্টনেস অব লাইফ (সেনেকা), ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি (অধ্যাপক নীহার কুমার সরকার)।

বিজ্ঞপ্তিতে পাঠানো প্রতিযোগিতার নিয়মাবলি নিম্নরুপঃ

আবেদন পদ্ধতিঃ

১. এস.এম.এস মাধ্যমে প্রতিযোগিতায় আবেদন করতে হবে।

২. আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লিখে ০১৩০৩৫৩২৯৯৬ নাম্বারে পাঠিয়ে দিলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

আবেদনের যোগ্যতাঃ

পঞ্চম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যায়ের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে

পারবেন।

পরীক্ষা শুরুর পূর্বে প্রতিযোগীদের মোবাইল নাম্বারে প্রশ্নপত্রের লিংক পাঠানো হবে।

সিলেবাসে উল্লেখিত ৫টি বই থেকে ১০০টি এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগীকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ব্যতীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না।

আবেদনের শেষ তারিখ: মে ১৩, ২০২০

পরীক্ষার সময়ঃ

১৫ মে, ২০২০ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফলাফলের ভিত্তিতে সারাদেশ থেকে ৫ জনকে ঢাকায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি জাহানুর ইসলাম বলেন, “করোনা মহামারীতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তাতে শিক্ষার্থীরাও অবসর সময় কাটাচ্ছে। উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটি সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম একটি বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করার। তাতে বাংলাদেশের সকল শিক্ষার্থীর অংশগ্রহণ কামনা করি। আশাকরি এ মুহূর্তে শিক্ষার্থীদের জন্য এটি ভালো একটি আয়োজন হবে।”

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠা লাভ করে এ সংগঠনটি।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...