মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও এ এস এম আবদুল মোবিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে বেগম জিয়া তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্যেরও অভিযোগ ওঠে। এ ঘটনায় ঐ বছর ২৪ ডিসেম্বর নড়াইল আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম।