কাজল কালো টানা দুটি চোখ। মায়াকারা চেহারায় আলতো মিষ্টি হাঁসি। মেঘ কালো কেশ আর কপালে একটি টিপ। ছবিতে সত্যিই অপূর্ব এই কিশোরী।
সেদিনের এই কিশোরী আজ বিশ্বপরিমন্ডলে গণতন্ত্র, উন্নয়ন, ন্যায়বিচার ও শান্তির প্রতীক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা বলছি। হাসু আপা। আপার কৈশরের অপূর্ব দূর্লভ ছবিটি ষাটের দশকের কোন এক মিষ্টি রোদের পড়ন্ত বিকেল বেলার।
তার ব্যস্ততার কোনো শেষ নেই। তিনি সরকার প্রধান। দেশের সর্বপ্রাচীন ও জনপ্রিয়তম দলটির সভাপতি। রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনের ফাঁকে একটু সময় পেলেই প্রধানমন্ত্রী নিজ বাসভবনের সবুজ লনে প্রায়ই নিজের শৈশবকে খুঁজে বেড়ান।
ছেলে কিংবা নাতনীর জন্মদিনে রান্না করে খাওয়ানো, ভ্যানে ওঠা, ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা অথবা সমুদ্রে পা ভেজানোর ছবিগুলো একজন রাষ্ট্রনায়কের আড়ালে শেখ হাসিনার সুন্দর মনের মানুষের প্রতিনিধিত্ব করে। এছাড়া শিশুসুলভ কোমল মন নিয়ে তিনি শিশুদের সঙ্গে মিশে যেতে পারেন অনায়াসে।
বিষ্ময়কর নিপুন দক্ষতায় তিনি বাংলাদেশকে সকল ষড়যন্ত্রের মধ্যেও নিয়ে যাচ্ছে উন্নয়নের মহা সড়ক দিয়ে। আমরা গর্বিত এমন একজন মানুষকে রাষ্ট্রনায়ক হিসাবে পেয়ে।