হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন লাইকির ইয়াছিন আরাফাত ওরফে অপু ভাই। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত জামিনের এ আদেশ দেন।
আগে তাকে আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
৩ আগস্ট সন্ধ্যার পর অপু ভাইকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সড়কে গাড়ি চলাচল রোধ করে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখমসহ চুরি, ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে।
দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৯ ও ৩৭৯ ধারায় অপরাধ উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়।