১৭ই সেপ্টেম্বর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে। যদিও শত্রু ভাবাপন্ন কিছু দেশের চক্রান্ত এবং বিরোধীতায় সদ্য স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের নতুন যাত্রায় প্রথম দিকে জাতিসংঘের সদস্য পদ লাভ করাটা মোটেও সহজ কোন আজ ছিল না।
মূলত ১৯৭২ সালের ৮ আগস্ট বঙ্গবন্ধুর তত্ত্বাবধানে এবং তাঁর মন্ত্রিসভার অনুমোদনক্রমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য পদের জন্য জাতিসংঘ মহাসচিব ড. কুর্ট ওয়াল্ডহেইমের কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়। আর ১০ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় চীনসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ লাভের জন্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়ে পত্র লেখেন।
সর্বোপরি সকল বাধা বিপত্তি ও প্রতিকূলতা অতিক্রম করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলাদেশকে ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করে নেওয়া হয়।