সাম্প্রতিক শিরোনাম

আজকের এই দিনে

আজ ৯ মে ২০২০, শনিবার। ২৬ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ।

★ ঘটনাবলিঃ

১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস তার চতুথ অভিযাত্রা শুরু করেন।

১৫০৯ – নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।

১৫৭৩ – ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত।

১৭৮৮ – ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।

১৮৭৪ – বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু।

১৮৭৯ – নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন।

১৯৩৬ – ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।

১৯৪৫ – নাৎসি জার্মনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।

১৯৫৫ – ঠাণ্ডাযুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগদান করে এই দিনে।

১৯৬০ – বিশ্বখাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।

১৯৬৬ – চীন তৃতীয়বার পারমানবিক বিস্ফোরণ ঘটায়।

১৯৬৭ – জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট নির্বাচিত।

১৯৮৪ – অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর্।

১৯৯২ – আর্মিনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।

১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিন আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯৬ – ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।

১৯৯৭ – জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।

২০০৪ – চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে। যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ দেখছিলেন।

★ জন্মঃ

১৪৫৪ – ইতালির ব্যবসায়ী, অভিযাত্রী, নৌ-বিশারদ এবং মানচিত্র নির্মাতা আমেরিগো ভেসপুসি জন্মগ্রহণ করেছিলেন।

১৮০০ – আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন জন্মগ্রহণ করেন।

১৮৬৬ – রাজনীতিবিদ গোপালকৃষ্ণ গোখলে জন্মগ্রহণ করেন।

★ মৃত্যুঃ

১৮০৫ – জার্মান লেখক কবি নাট্যকার ইহুয়ান ফেডারিক শিলার মাত্র ৪৬ বছর বয়সে পরলোকগমন করেন।

১৯০৩ – পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর এর মৃত্যু।

১৯৩১ – এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ এর মৃত্যু।

১৯৭১ – লেখক ও রাজনীতিক পূর্ণেন্দু দস্তিদার পরলোকগমন করেন।

১৯৮৫ – কবি অরুণ ভট্টাচার্যের মৃত্যু।

১৯৮৬ – এভারেস্ট বিজয়ী তেনজিং নোরকের মৃত্যু।

১৯৯৮ – গজল সম্রাট তালাত মাহমুদ ইন্তেকাল করেন।

২০০৯ – বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া ইন্তেকাল করেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...