বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত দেশপ্রেম ও মহান আত্মত্যাগ যাদের চরিত্রে অনুপস্থিত! তাদের শরীরে ‘মুজিব কোট’ কতটা যৌক্তিক!
ইদানিং খুনি, ধর্ষক, দুর্নীতিবাজ, প্রতারক, সর্বশেষ ‘করোনাভাইরাস’ নিয়ে চলমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় ত্রাণ চোরদের ‘মুজিব কোট’ পড়া ছবি গুলো বিশেষ আদর্শের এই পোশাকটিকে শুধু অসম্মানিত করছে না, বরঞ্চ মুজিব আদর্শকে ভূলুষ্ঠিত করছে!
আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে এই মহান ব্যক্তিত্বের সম্মান রক্ষার্থে মুজিব শতবর্ষের মতহীক্ষণে ‘মুজিব কোট’ সীমিত করণের দাবি জানাচ্ছি।
রাজনৈতিক ‘লেভেল’ নির্ধারণের মাধ্যমে পরীক্ষিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ‘মুজিব কোট’ পড়ার বিধান চালু প্রয়োজন!
অন্যথায় ভূঁইফোর, সুযোগ সন্ধানী, চরিত্রহীন ব্যক্তিদের আস্ফালন ‘মুজিব কোট’-এর মর্যাদাকে ক্ষুন্ন করার পাশাপাশি কালজয়ী মহান নেতা শেখ মুজিবুর রহমানের আদর্শ’কে আগামী প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে!
(লেখক সমিত জামান কলামিস্ট)