সাম্প্রতিক শিরোনাম

চলমান যুদ্ধে প্রতিপক্ষের হামলায় আর্মেনিয়ার আরো ৩০ জন সেনা সদস্য নিহত

নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান যুদ্ধে প্রতিপক্ষের হামলায় আর্মেনিয়ার আরো ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে কারবাখ অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

২৭ সেপ্টেম্বর আজারবাইজানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ৩৫০ জন আর্মেনীয় সেনা নিহত হয়েছে।

১৯৯০-এর দশক সংগঠিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৩০ হাজার মানুষ নিহতের পর এবারের লড়াইটি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গেছে। বিরোধপূর্ণ অঞ্চলটিতে টানা ১২ দিনের মত সংঘর্ষ চলমান রয়েছে। সংঘর্ষে উভয় দেশেরই ক্ষয়-ক্ষতি হলেও আজারবাইজান বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে।

দক্ষিণ ককেশাসে বিস্তৃত যুদ্ধ এড়াতে আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়া জেনেভায় মিলিত হওয়ার আগে বৃহস্পতিবার আজারবাইজান এবং জাতিগত আর্মেনিয়ান বাহিনী নাগর্নো-কারাবাখ অঞ্চলে এবং তার আশেপাশে নতুন সংঘর্ষে লিপ্ত হয়।

আজারবাইজান জানিয়েছে যে, বৃহস্পতিবার ভোরে আর্মেনীয় বাহিনী গ্যাঞ্জা শহরকে গোলা বর্ষণ করেছে, এতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্যান্য গ্রামগুলোতেও জাতিগত আর্মেনীয় বাহিনী গুলি চালিয়েছে।

আজেরি কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনো পর্যন্ত ৩০ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে।

এছাড়া আরো ১৪৩ জন বেসামরিক লোক আহত হয়েছে বলে জানিয়েছে। তবে সেনা হতাহতের বিষয়ে আজারবাইজান কোন তথ্য প্রকাশ করেনি।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...