সাম্প্রতিক শিরোনাম

ভার্চুয়াল বিতর্কে তিনি তাঁর সময় নষ্ট করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প

ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল টিভি বিতর্কে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভার্চুয়াল বিতর্কে তিনি তাঁর সময় নষ্ট করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজক কর্তৃপক্ষ ‘দ্য কমিশন অন প্রেসিডেনশিয়াল ডিবেটস’ ট্রাম্প ও বাইডেনের মধ্যকার দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি হবে বলে ঘোষণা দিয়েছিল।

প্রথম বিতর্কের পর করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য তিন দিন হাসপাতালে থেকে তিনি এখন হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা অবশ্য বলছেন, ট্রাম্পের দেহে করোনার কোনো উপসর্গ নেই। এর মধ্যেই দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি আয়োজন করার সিদ্ধান্তের কথা জানায় আয়োজক কর্তৃপক্ষ।

তবে ট্রাম্প বলেছেন, ভার্চুয়ালি বিতর্কে অংশ নিয়ে তিনি তাঁর মূল্যবান সময় নষ্ট করতে চান না। এটি তাঁর প্রতিদ্বন্দ্বীকে রক্ষা করার একটা প্রচেষ্টা।

ট্রাম্প ও বাইডেনের মধ্যকার প্রথম বিতর্কে বিশৃঙ্খলা, অবমাননাকর বক্তব্য, পরস্পরকে বাধা দেওয়া এবং কুৎসিত বাক্য ব্যবহারের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একমাত্র বিতর্কে গতরাতে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্কে ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স তীব্র বাগযুদ্ধে জড়ান।

প্রসংগত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। সেই বিতর্কে দুই প্রার্থী তীব্র বাদানুবাদে জড়ান। তাদের মধ্যে তিক্ত বাক্যবিনিময়ও হয়। বিতর্কে তাঁরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণও করেন।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...