আমরা অনেকেই অনেক প্যাক, অনেক ক্রিম ট্রাই করি ত্বক ফর্সা আর উজ্জ্বল করার জন্য। তবে যুগ যুগ ধরে ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল আর ফর্সা করার প্রচেষ্টা অনেক বেশি কার্যকর হয়েছে। টমেটোতে লাইকোপিন থাকায় এটি অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে। আর পেঁপে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। মুখের কালো দাগ দূর করতে এই তাই এই দুটি উপকরণের তৈরি ফেস প্যাক খুবই উপকারি। ত্বকের উজ্জ্বলতাও ধরে রাখে এই ফেস প্যাক।
উপকরণঃ কিছু পেঁপের টুকরো ও ১/২ টমেটো।
পদ্ধতিঃ ব্লেন্ডারে মধ্যে কয়েক টুকরো পাকা পেঁপে ও টমেটোর আধখানা অংশ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটিকে সাড়া মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিন দিন ব্যবহার করুন এই মাস্ক।
(সংগৃহীত)