চীনে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মৃতদের স্মরণে আজ ৪ এপ্রিল শনিবার জাতীয় শোক দিবস পালন করবে চীন। তাই দেশটির নাগরিক এবং সরকারের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
গতকাল শুক্রবার চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে লিখা একটি পত্রের মাধ্যমে এ সমবেদনা ও সংহতি জানানো হয়।
এছাড়া চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রথমে চীনে দেখা দিলেও এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত দেশটিতে ৮১ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন তিন হাজার ২০০ জনেরও বেশি।