উন্নত চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে করোনা আক্রান্ত তিন জনের দুইজনই সুস্থ

সম্প্রতি দেশে করোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে ২জন এখন সুস্থ। নতুনকরে কেউ আক্রান্ত হননি।
আজ বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠা-আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। যারা সুস্থ হয়েছেন তাদের দ্রুতই ছাড়পত্র দেয়া হবে বলেও জানান তিনি।
তিনি জানান, আইইডিসিআর এর হট লাইনে কল করলে চাপের কারণে অনেক সময় পাওয়া যায় না, হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরটিতে ফোন করলে অন্যান্য যে হট লাইন নম্বরগুলো ফাঁকা থাকবে সেখানে ফোন চলে যাবে।
আইইডিসিআর পরিচালক আরো জানান, এ পর্যন্ত মোট ১৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের তিন জন ছাড়া নতুন কেউ সংক্রমিত হয়নি। যারা দেশের বাইরে থেকে আসবেন- সেলফ কোয়ারিন্টিনে থাকতে অনুরোধ করেছে আইইডিসিআর। হাসান/সাম্প্রতিক