রবিবার কোভিড টিকাদান কর্মসূচি সামনে রেখে সারা দেশে সংশ্লিষ্টদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।
সবাইকে স্বতঃস্ফর্তভাবে টিকা নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বলেন, টিকার কোনো ডোজের অপচয় যাতে না হয়, তা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে টিকা দেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, অ্যাপ কিংবা অনলাইনে কেউ না পারলেও বিকল্প উপায়ে নিবন্ধিত করে টিকা দেয়া হবে।
আর টিকার কোনো ডোজের যেন অপচয় না হয় তা নিশ্চিতে নজরদারি রয়েছে।
একটি টাকাও আমরা হিসাব রাখতে চাই, দিতে চাই। মিস করা হবে না। আমরা চাই প্রত্যেকটা ডোজ কোনো না কোনো মানুষের শরীরের যেন আমরা প্রয়োগ করতে পারি।
সারা দেশে আগামী রোববার একযোগে শুরু হচ্ছে গণহারে কোভিড টিকাদান কর্মসূচি। তাই মাঠ পর্যায়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
জেলা সিভিল সার্জন কার্যালয়গুলোতে টিকাদানে সম্পৃক্ত কর্মকর্তাদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। প্রতিটি উপজেলায় গঠন করা হয়েছে দুটি করে টিম। এতে থাকবেন দুজন টিকাদাতা আর ৪ জন স্বেচ্ছাসেবক।
টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে থাকছে একাধিক বুথ।