ডাকঘর সঞ্চয় ব্যাংক ও মেয়াদি হিসাবের অটোমেশন কার্যক্রম উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সুদের হার ১১ দশমিক ২৮ শতাংশ চালু হচ্ছে। অর্থাৎ আগের অবস্থানে ফিরে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দায়িত্ব না নিতেন তাহলে পোস্ট অফিস বলে কোনো কিছু আমরা দেখতে পেতাম না। পোস্ট অফিস কনসেপ্টটাই হারিয়ে গিয়েছিলো। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য হলেও পোস্ট অফিসকে আমরা বাতিল করতে পারি না। পোস্ট অফিস না থাকলে গ্রামীণ জনগণ কোথায় টাকা রাখবে?
ডিমান্ড ডিপোজিট সাত দশমিক পাঁচ এবং ফিক্সড টাইমে হবে ১১ পয়েন্ট ২৮ যা আগের রেট তাই থাকছে। যে আয়টা করবে এখান থেকে তা ট্যাক্স ফ্রি না, আয়কর দিতে হবে এজন্য টিন নম্বর ও ন্যাশনাল আইডি নিচ্ছি। এনআইডি নিচ্ছি তাদের চিহ্নিত করার জন্য কত টাকা করলো, অতিরিক্ত করলো কিনা। দেশের যেকোনো জায়গায় করলে লিমিট ক্রস করতে পারবে না এবং ট্যাক্সের আওতায় আসবে। সরকার রাজস্ব আয় করবে।’