রাজধানীর তিন মেডিক্যাল কলেজ নতুন নেতৃত্ব কমিটি পেল। রবিবার ছাত্রলীগের এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন এই তিন কলেজে কোনো কমিটি ছিল না।
সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কলেজগুলো হচ্ছে- ঢাকা মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ।
ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জামিউল ইসলাম ফুয়াদ।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে সভাপতি করা হয়েছে সৌরভ ঘোষ ও সাধারণ সম্পাদক আল আসিফ দিহান খান।
অন্যদিকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মজনু মিয়া ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলামকে।
প্রসঙ্গত, ছাত্রলীগের এই তিন ইউনিটের কমিটির মেয়াদ এক বছর করে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, যাচাই-বাছাই শেষে তিন মেডিক্যাল কলেজে যোগ্যদের হাতে দায়িত্ব বলে দেওয়া হয়েছে।
পারিবারিক পরিচিতি, সক্রিয়তা ও মেডিক্যাল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে জনপ্রিয়দের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
তারা দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে সঠিক দায়িত্ব পালন করবে বলে আশা করি।