মহামারির মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি পেয়েও যাত্রী সঙ্কটের কারণে এতদিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আসন্ন ঈদ-উল-আজহায় তা আবার চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী শনিবার থেকে বিমান চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিদিন এই তিন রুটের আসা-যাওয়াসহ চট্টগ্রামে ৬টি, সিলেটে ৬টি ও সৈয়দপুরে ৪টি অর্থাৎ ১৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। মহামারি শুরুর আগের ভাড়াতেই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।
গত মার্চ থেকে বাংলাদেশে সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল প্রায় আড়াই মাস। বিধিনিষেধ শিথিল হওয়ার পর ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল শুরু হয়। ফ্লাইট চালুর প্রথমদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে আসা-যাওয়াসহ দুটি করে সর্বমোট ৬টি ফ্লাইট ছিল বিমানের। তার মধ্যে কেবল সৈয়পুর রুটে দুটি ফ্লাইটই পরিচালিত হয়েছে।
চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরের পর ১১ জুন যশোর এবং ১২ জুলাই বরিশাল রুটে এবং ২১ জুলাই রাজশাহী রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক কর্তৃপক্ষ।