৯৯৯-এ কল পেয়ে ২০ মিনিটের মধ্যেই চোরাই গাড়ি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ঘটনায় কবির হোসেন (২২) নামে একজনকে আটক করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে,সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এক ব্যক্তি জানান যে, তার প্রাইভেটকার চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ থেকে প্রাইভেটকার চুরির ঘটনাটি জানানো হয় ট্রাফিক কন্ট্রোল রুমে।
সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে খবর প্রাপ্তির পর পরই ট্রাফিক তেজগাঁও বিভাগের সব ট্রাফিক সদস্য প্রাইভেটকারটি উদ্ধারে তাদের তৎপরতা শুরু করেন।
সোয়া ৭টার দিকে বিজয় সরণি এলাকায় তখন দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সার্জেন্ট হুমায়ূন রশিদ।
তিনি বলেন, খবর পেয়ে বিজয় সরণির উড়াল সড়কের কাছে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের নম্বরের সঙ্গে হারিয়ে যাওয়া গাড়ির নম্বরের মিল রয়েছে। দেরী না করে তাৎক্ষণিক চালককে গ্রেপ্তারসহ প্রাইভেটকারটি নিজ হেফাজতে নেন তিনি।
ফলে গাড়ি চুরির খবর পাওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চালকসহ গাড়িটি তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
জানতে চাইলে তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি। গাড়িটি প্রমাণ সাপেক্ষে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্দেহভাজন আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
Leave a Comment