সাম্প্রতিক শিরোনাম

মহামারি করোনা: মাগুরায় অসহায় মানুষের পাশে মাগুরা জেলা ছাত্রলীগ

দেবব্রত দে দেবু,মাগুরাঃ মহামারি করোনা: জেলাজুড়ে অসহায় মানুষ ও কৃষকের সেবায় ছাত্রলীগের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। নিরাপত্তার স্বার্থে মানুষ কার্যত ঘরবন্দী। কর্মহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। প্রাণঘাতি এই করোনা ভাইরাসের দুঃসময়ে আর্ত-পীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাগুরা জেলা শাখা।

করোনা সংকট মোকাবিলায় সাধারণ ছুটির কারণে কর্মহীন খেটে খাওয়া দিনমজুর ও দুঃস্থ মানুষকে সংকটের শুরু থেকেই মাস্ক, হ‍্যান্ড স‍্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে প্রতিদিন প্রচার চালাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। এ পর্যন্ত তারা ব্যক্তগত উদ্যোগে কয়েক হাজার পরিবারকে দিয়েছে খাদ্য সহায়তা। শুধু তাই নয় অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় সহযোগিতা, অসুস্থ মানুষের বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছে দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। ক্যাম্পাস, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করেছে নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই সংগঠনটির পক্ষ থেকে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। জেলা সহ প্রতিটি উপজেলার উপসনালয়গুলোতে চলছে পরিছন্নতা কার্যক্রম।

মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক প্রতিদিনই অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শুধু ধান কাটা নয়, কিছু কৃষকের ধান বাড়িতে গিয়ে মাড়াই পর্যন্ত করে দিচ্ছে। পবিত্র রমজান মাসে বিশেষ কার্যক্রম হিসেবে সাধারণ মানুষকে ইফতার বিতরণ করছে নেতাকর্মীরা।

মাগুরা জেলা ছাত্রলীগের মানবিক এসকল কার্যক্রমের জন্য প্রসংশিত হচ্ছে সর্ব মহলে। সুশীল সমাজের অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল সাম্প্রতিক নিউজকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনা সংকটে অসহায় মানুষের সেবা করছি। জেলাশাখার প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে নির্দেশনা মোতাবেক দূর্যোগকালীন সময়ে জনসাধারণের পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও করোনা সংকটে অসহায় মানুষের সেবায় জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্ত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্র লীগের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই মাগুরা জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে আছে। এই দূর্যোগে শেষ পর্যন্ত পাশে থাকবে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...