সাম্প্রতিক শিরোনাম

বারৈয়াঢালায় এক কিলোমিটার সড়কজুড়ে শতাধিক গাছ রোপন করলেন কৃষক লীগ নেতা

২১ জুলাই ২০২০ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা মোস্তাফা কামাল চৌধুরী সীতাকুন্ড উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজ সকাল ১১ ঘটিকায় তারই নিজ স্বাগতিক এলাকা সীতাকুন্ড উপজেলার ২ নং বারৌয়াঢালা ইউনিয়নের বারৈয়াঢালা সড়কের দীর্ঘ এক কিলোমিটার জুড়ে সড়কের দু’পার্শ্বে প্রায় শতাধিক ফলজ বনজ ও ঔষুধী গাছ রোপন করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত সারা দেশে এক কোটী গাছ লাগানোর কর্মসূচী সফল ও বাস্তবায়নের লক্ষ্যে কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী ধারাবাহিকভাবে বৃক্ষরোপন কর্মসূচী মাসব্যাপী অব্যাহত রেখেছেন বলে মুঠোফোনে আমাদের প্রতিনিধিকে বিষয়টি অবহিত করেন।

বারৈয়াঢালা এক কিলোমিটার সড়কজুড়ে শতাধিক গাছ লাগানোর সময় উপস্হিত ছিলেন সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইন্জিঃ মোঃ আজিজুল হক, যুগ্ন আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, যুগ্ন আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক শামসুল আলম, সিনিয়র সদস্য এস এম রেজাউল করিম ভাসানী, বারৈয়াঢালা ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মাস্টার আব্দুল মজিদ প্রমুখ। ডিজিন্ট্রিজনিত সমস্যায় সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের সদস্য সচিব উপস্হিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে সৈয়দপুর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রেজাউল করিম- সদস্য সচিব মুজিবুর রহমানকে সাথে নিয়ে সীতাকুন্ড উপজেলা কৃষক লীগ প্রদত্ত্ব প্রায় ৩শতাধিক ফলজ বনজ ও ঔষুধী গাছের চারা উক্ত সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ্যাতিমান আওয়ামীলীগ নেতা,এইচ এম তাজুল ইসলাম নিজামী, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনের মাধ্যমে সৈয়দপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড কৃষক লীগ ও আওয়ামীলীগ নেতাদের উপস্হিতিতে জনসাধারনের মাঝে ফলজ বনজ ও ঔষুধী গাছ বিতরন করে। এ সময় আওয়ামীলীগ নেতা এইচ এম তাজুল ইসলাম নিজামী কৃষকলীগের সার্বিক কর্মকান্ডে জনসাধারণকে সম্পৃক্ত করায় উচ্ছ্বাসিত প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...