খিলগাঁওয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রিকশা চালক স্বজল মোল্লা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়ার আদালত এ জবানবন্দি রেকর্ড করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই তানভীর হোসেন ভূঁইয়া আসামি স্বজল মোল্লাকে আদালতে হাজির করেন। আসামি স্বজল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়া তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় টিনসেড বাড়িতে ওই চার শিশুর পরিবার বসবাস করে। পাশাপাশি আর এক বাড়িতে থাকে রিকশাচালক স্বজল মোল্লা।
বেশ কয়েকদিন ধরেই স্বজল মোল্লার স্ত্রী বাসায় না থাকার সুযোগে, শিশুদের চকলেট দেওয়ার লোভ দেখিয়ে রুমে ডেকে নেয় স্বজল। সেখানে সে বিভিন্ন কায়দায় শিশুদের ধর্ষণ করে।
এ ঘটনায় ভূক্তভোগী এক শিশুর পরিবার বুধবার রাতে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে ওইদিন রাতে স্বজল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
















