স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির মঙ্গলবার (২১ এপ্রিল) বলেছেন, “বাংলাদেশে ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”
ডা. আবু ইউসুফ ফকির সাহেব তাঁর এখতিয়ারের বাইরে গিয়ে একথাটি বলেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার বিষয়টি সঠিক নয়। স্বাস্থ্যমন্ত্রী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী পুরোপুরি এর বিরোধী।
করোনাভাইরাস চিকিৎসার প্রটোকল সবার জন্যই সমান। সাধারন মানুষের জন্য আলাদা এবং ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার কোন সুযোগ নেই।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি অন্যান্য করোনা আক্রান্ত রোগীদের মতোই ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ সংক্রান্ত কিছু ভুল সংবাদ ও মিথ্যা অপপ্রচার হয় সোশ্যাল মিডিয়ায়।