করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদেরকে সহায়তা প্রদানের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের সাথে কাজ শুরু করছে মেটলাইফ ফাউন্ডেশন।
মেটলাইফ ফাউন্ডেশনের কাছ থেকে অনুদান হিসেবে প্রাপ্ত দেড় লাখ মার্কিন ডলার সাজেদা ফাউন্ডেশন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন এমন নির্দিষ্ট সংখ্যক সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীর অসহায় পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করবে। সেই সাথে অনুদানের একটি অংশ নারায়ণগঞ্জে অবস্থিত সাজেদা ফাউন্ডেশনের কোভিড-১৯ আইসোলেশন সেন্টারের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করার কাজে ব্যবহার করবে।
নির্বাচিত প্রত্যেকটি পরিবার আর্থিক সহায়তা হিসেবে দুই লাখ টাকা করে পাবেন। এক্ষেত্রে, কারা আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবেন সে প্রক্রিয়া এবং আর্থিক সহায়তা পরিবারগুলোর কাছে পৌঁছানোর বিষয়টি তদারকি করবে সাজেদা ফাউন্ডেশন।
কোভিড-১৯ চিকিৎসার জন্য নির্ধারিত সরকারি বা বেসরকারি এবং অন্যান্য সরকারি বা বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, প্যারামেডিকস এবং ল্যাব টেকনিশিয়ান/ টেকনোলজিস্ট যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবার এ আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবেন।
এ বিষয়ে সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহেদা ফিজা কবীর বলেন, ‘কোভিড-১৯ সঙ্কটের শুরু থেকেই আমরা একটি কোয়ারেন্টাইন এবং আইসোলেশন সেন্টার পরিচালনা করছি। এটা পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি, এ সঙ্কটকালীন সময়ে স্বাস্থ্যকর্মীরা যে কতোটা চাপ ও ঝুঁকি নিয়ে কাজ করছেন। সহায়তার জন্য মেটলাইফ ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি এ অনুদান স্বাস্থ্যকর্মীদের সহায়তার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে।
মেটলাইফ বাংলাদেশ-এর জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, ‘দেশের কোভিড-১৯ পরিস্থিতির সঠিক ব্যবস্থ্যপনা ও সফলভাবে পরিচালনার জন্য সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের অবদান অনস্বীকার্য।
তিনি বলেন, মেটলাইফ ফাউন্ডশনে আমরা বিশ্বাস করি যে, আর্থিক সঙ্গতি সকলের জন্য প্রয়োজন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ বা জনগোষ্ঠীর আর্থিক সঙ্গতি তৈরির লক্ষ্যে আমরা সুদৃঢ় সমাধান, আর্থিক দক্ষতা এবং অর্থবহ অনুদানের সমন্বয়ে কাজ করে চলেছি । আর্থিক সক্ষমতার সমাধান ও শক্তিশালী জনগোষ্ঠী প্রতিষ্ঠায় বিশ্ব জুড়ে বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্বের সর্ম্পক তৈরির মাধ্যমে উল্লেখযোগ্য পরিবর্তন আনয়নে কাজ করে যাচ্ছে মেটলাইফ কর্মীরা।
মেটলাইফ ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশনের এ যৌথ উদ্যোগের মাধ্যমে নির্ভীক সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
প্রসঙ্গত: মেটলাইফের দীর্ঘদিনের সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের ধারাকে বজায় রাখতে ১৯৭৬ সালে গড়ে তোলা হয় মেটলাইফ ফাউন্ডেশন। শুরু থেকে ২০১৯ সালের শেষ অবধি মেটলাইফ ফাউন্ডেশন ৮৬০ মিলিয়ন মার্কিন ডলারের অধিক অনুদান হিসেবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে যেন তা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে আমাদের আর্থিক সঙ্গতি গঠনের প্রচেষ্টা পৃথিবীর ৪২ টি দেশের ৯.৯ মিলিয়নেরও বেশি নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে গেছে।
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…
বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…
"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
Leave a Comment