ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে কামরুল হাসান রুমি নামের এক ব্যাক্তি কে আটক করা হয়েছিল। এমন একটি সংবাদ সাম্প্রতিকে করোনা আক্রান্তের গুজব ছড়ানোয় চট্টগ্রামের যুবক র্যাবের হাতে আটক এই হেডলাইনে প্রচার হয়।
তখন র্যাব-৭ এর এএসপি মোহাম্মদ মাশকুর রহমান জানিয়েছিল, ফেসবুকে রুমির একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও বার্তায় হালিশহরে চারজন করোনায় আক্রান্ত জানিয়ে সবাইকে ওষুধ ও খাদ্য সামগ্রী মজুত করার আহ্বান জানান রুমি। বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কিন্তু ১৮ তারিখ রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ সেকেন্ডের একটি অডিও বার্তা ভাইরাল হয়েছিল। সেই বার্তায় রোহান নামের একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ১৭/১৮ জন রোগী মারা গেছে বলে সতর্ক করেছিল অন্য একজন।
এই ঘটনার পর কিছু ফেসবুক ফেইজ এবং অনলাইন নিউজ পোর্টাল গত ১৭ মার্চ রাতে আটক হওয়া কামরুল হাসান রুমিকে ৩৫ সেকেন্ড এর অডিও বার্তার গুজব ছড়ানোর জন্য গ্রেফতার করা হয়েছে বলে প্রচার করছে।
কিন্তু প্রকৃত অর্থে ৩৫ সেকেন্ডের সেই গুজব কি ভাইরাল হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে ওষুধ ও খাদ্য সামগ্রী মজুদ করার আহ্বান জানানোর কারণে।