বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো জোন ব্যাংকে দায়িত্ব নিয়েই নিজের নির্বাহী ক্ষমতা বলে সরিয়েছেন ফারুক। এই ১২০ কোটি টাকা সরাতে মিস্টার প্রেসিডেন্ট সময় নিয়েছেন মাত্র মাস তিনেক! দুই ব্যাংকের শুরুর অক্ষর ইংরেজী ‘M’ দিয়ে। যে ব্যাংকে ৫২ কোটি টাকা এফডি করেছেন সেই ব্যাংকে এই বিপুল অর্থ সরাতে সময় নিয়েছেন মাত্র ২ মাস (সেপ্টেম্বর-অক্টোবর)! ফারুকের দায়িত্ব নেবার আগে একই ব্যাংকে বোর্ডের ডিপোজিট ছিলো মাত্র ৩ কোটি টাকা! অপর ব্যাংকে চার দফায় ট্রান্সফার হয়েছে ১০,১৪,৩০ এবং ১২ কোটি টাকা!
বিস্তারিত প্রথম ইত্তেফাক ই-পেপারে
