আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো’র প্রি-অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর। ডিভাইস দু’টি বাজারে আসবে ২৩ অক্টোবর।
অন্যদিকে, আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হচ্ছে ৬ নভেম্বর থেকে। ডিভাইস দু’টি বাজারে আসবে ১৩ নভেম্বর। আইফোন ১২ এর চারটি ভার্সন বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।
গত মঙ্গলবার ভার্চুয়াল ইভেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এ ঘোষণা দেয়। আইফোন ১২ এর চারটি ভার্সন হল- আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স ও আইফোন ১২ মিনি।
নতুন আইফোনের সবগুলোই পুরোপরি ৫জি নেটওয়ার্ক আওতাভুক্ত। অথার্ৎ এটা খুব দ্রুত পরবর্তী প্রজন্মের ওয়ারলেস নেটওয়ার্ক সংযোগ দিতে পারবে।