ছয় ছয়টি পরিবর্তন নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির মুখোমুখি হয় বার্সা। নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আটে পৌঁছালো বার্সেলোনা। দ্বিতীয় পর্বে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।
ফরমেশনের দিক দিয়ে দু’দলই এক। আর তা হলো ৪-৩-৩। মাত্র ১০ মিনিটের মাথায় র্যা কিটিচের অ্যাসিস্টে স্বাগতিকদের স্কোর খাতায় নাম লেখান লংলে। ম্যাচের দ্বিতীয় গোলটা আসে ফুটবল জাদুকর মেসির পা থেকে। ২৩ মিনিটে অসাধারণ নৈপুণ্যে কাতালানদের লিড দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন তারকা।
৩০ মিনিটে মেসির আরো একটি গোল হতে পারতো। কিন্তু শেষপর্যন্ত ভিএআর তা নো গোল হিসেবে চিহ্নিত করে। ম্যাচের ৩৯ মিনিটে ফাউলের শিকার হন মেসি। ডিবক্সের ভেতরে তাকে ফাউল করেন নাপোলি ফুটবলার কাওলিবালি। চোঁট পান মেসি। পেনাল্টির সুর বাজে রেফারির। সুয়ারেজ বার্সার ব্যবধান করে দেন ৩-০। ৩-১ এ সব শেষে খেলা শেষ হয়।
হোম ও অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে ৪-২ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো বার্সা। ম্যাচে একটি করে গোল করেছেন মেসি, সুয়ারেজ ও লংলে।