‘ইমরুলের উচিত কৃতজ্ঞতা স্বীকার করতে শেখা’, মজা করে যখন বলছিলেন মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস তখন সামনেই বসে। সেখান থেকেই ইমরুল হাসি মুখে বললেন, “ধন্যবাদ ভাই… অনেক ধন্যবাদ।” যে ধন্যবাদ জানানোর কথা মাঠের ভেতর, ইমরুল সেটি জানালেন বাইরে। মাশরাফির সৌজন্যেই তো খেলতে পেরেছেন মাশরাফির দলকে হারানো ইনিংস!
বিপিএলে শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৬ উইকেটের জয়ে ইমরুল ম্যাচ সেরা হন অপরাজিত ৫৪ রানের ইনিংসে। তবে ইনিংসটি থামতে পারত শুরুতেই।
একটি শটে বল শর্ট কাভারে ঠেলেই ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন ইমরুল। ফিল্ডার মুমিনুল হক সরাসরি থ্রো স্টাম্পে লাগান। ইমরুল তখন পরিস্থিতি বুঝেই কিনা, ব্যাট উইকেটে ঠুকছিলেন, পিচ ঠিক করার মতো ভঙ্গিতে। বল তখনও ‘ডেড’ নয়, ইমরুল ক্রিজ ছেড়েছিলেন ফলো থ্রুতে। ক্রিকেটীয় আইনে আউট। ঢাকার ফিল্ডাররা তাৎক্ষনিক আবেদনও করেছিলেন। আম্পায়ার আউট দিতে বাধ্য।
তবে এসব ক্ষেত্রে প্রতিপক্ষ অধিনায়ক চাইলে তুলে নিতে পারেন আবেদন। মাশরাফি সেটিই করেন। ইমরুল টিকে যান। অপরাজিত এক ইনিংস খেলে ফেরেন দলকে জিতিয়ে।
ম্যাচ শেষে মাশরাফির সংবাদ সম্মেলনে যখন উঠল সেই প্রসঙ্গ। পরের সংবাদ সম্মেলনের জন্য তখন চলে এসেছেন ইমরুল, অপেক্ষা করছিলেন সংবাদকর্মীদের সঙ্গে বসে। সেদিকে তাকিয়েই হাসতে হাসতে উত্তর দিলেন মাশরাফি।
“সত্যি বলতে, এটা ফিল্ডিং দল চাইলে আউট নিতে পারে। ইমরুল শুড লার্ন দা ম্যানারস… থ্যাংক ইউ বলেনি!” “ক্রিকেটিং ভাবে এগোলে, থার্ড আম্পায়ার আউট দিতে বাধ্য হতেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমরা সিনিয়ররা আছি ওখানে, আমি আছি, তামিম আছে … ওই আউটটা নিলে ভালো দেখাত না।”