ইশ্বরদী উপজেলায় প্রথম পর্যায়ে বিতরণের জন্য ২০ মে.টন চাল ও ১ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। যা ৫ মে.টন পৌরসভার মেয়রের মাধ্যমে ও প্রতি ইউনিয়নে ২ মে.টন হারে সাত ইউনিয়নে ১৪ মে.টন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে ১ মে.টন চাল ও ১ লক্ষ টাকার মুদিপণ্য ক্রয় করে বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দিনমজুর,ভিক্ষুক, ভবঘুরে,ফেরিওয়ালা, শ্রমিক, রিকসাওয়ালা, অটোরিকশা চালক, চাদোকানী সহ সকল অসহায় মানুষের নাম তালিকাভূক্ত করার জন্য অগ্রাধিকার তালিকা প্রনয়নের কাজ চলছে। আপনার এলাকায় কেউ বাদ পড়লে দ্রুত সংশ্লিষ্ট এলাকার সম্মানিত পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / মেম্বারদের সাথে যোগাযোগ করতে বলুন। দ্বৈততা পরিহার করে আমরা সকলের ত্রাণ নিশ্চিত করতে চাই।
এছাড়াও, ঈশ্বরদী বাসীর প্রতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস আহ্বান জানান, ‘ঘরে থাকি, করোনা প্রতিরোধে লড়ি’।