চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাপাইনবাবগঞ্জের ভাতিয়াবিল নামক স্থানে বাংলাদেশী কৃষকরা বিলভাতিয়া এবং শিয়ালমারা গ্রামের আনুমানিক ৩ হাজার বিঘা জমিতে ধান চাষ করে থাকে। তবে ওই এলাকায় ধান চাষ করতে গেলে ভারতীয় ভূখণ্ড ব্যবহার না করে উক্ত স্থানে যাওয়া যায়না।
গত ১৩ মে বাংলাদেশী কৃষকরা ভারতীয় ভূমি ব্যবহার করে ধান কাটতে গেলে ২৪ বিএসএফ ব্যাটালিয়নের পিয়াজবাড়ী কোম্পানী কমান্ডার ভারতীয় ভূখন্ডের রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে বাঁধা দেয়।
বাংলাদেশী কৃষকদের এই দুর্দশা লাঘবে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বিওপি কমান্ডার, কোম্পানী কমান্ডার এবং অধিনায়ক পর্যায়ে ২৪ বিএসএফ এর সাথে যোগাযোগ করে কৃষকদের ধানক্ষেতে যাতায়াতের জন্য ভারতের ভূখন্ডের রাস্তা ব্যবহারের বিষয়ে একমত হয় উভয়পক্ষ। তবে অপ্রীতিকর পরিস্হিতি মোকাবেলায় বিজিবি’র উপস্হিতিতে কৃষকরা যাওয়া আসা করবে।