কথিত অভ্যুত্থানের ‘অভিযোগে’ ১৯৭৭ সালের ২ অক্টোবর সামরিক বাহিনীতে কর্মরত বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের ‘হত্যা’র জন্য সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাতাত্তরের ষড়যন্ত্রের শিকার আমরা’ ব্যানারে ১৯৭৭ সালে অভ্যুত্থানের অভিযোগে সাজাপ্রাপ্ত ও তাদের স্বজনরা মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে তারা ৭৭ সালের ষড়যন্ত্রের সঠিক ও নিরপেক্ষ বিচারের দাবিতে তদন্ত কমিশন গঠন ষড়যন্ত্রের শিকার বিমান ও সেনাবাহিনীর সদস্য কর্মকর্তাদের পুনর্বাসন সহ ৭ দাবি পেশ করেন। এছাড়াও
তারা বলেন বর্তমানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় তারা বলেন মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে আর্জি জানাচ্ছি সরকার দ্রুত এ বিষয়ে একটি পদক্ষেপ নিয়ে আমাদের মিথ্যা কলঙ্কমুক্ত করতে সহায়তা করেন।