দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৪৩৬, মৃত্যু ৪৫, সুস্হ ৩২৭৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন।

গতকাল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫১৯ জন। সে হিসাবে আজ আক্রান্তের সংখ্যা কমেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১২৭ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন।

বৃহস্পতিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।