কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মিজানুর রহমান (৩০) নামের এক বন্দির মৃত্যু হয়েছে।
অসুস্থ হয়ে পড়ায় গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অস্ত্র ও মাদক মামলার আসামি হিসেবে সেখানে বন্দি ছিলেন।। তিনি বরগুনার আমতলী থানার সাখারিয়া ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম ফকিরের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ মৃধা জানান, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান।
তাঁকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমানের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় অস্ত্র ও মাদক মামলা ছিল। ওই মামলায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থেকে গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি।
২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ পাঠানো হয়।