সাম্প্রতিক শিরোনাম

দ্রুত এগিয়ে চলছে স্বপ্নের চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরের বৃহত্তম এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। চউক সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণকাজের উদ্বোধন করেন। লালখান বাজার থেকে বারিক বিল্ডিং, বারিকবিল্ডিং মোড় থেকে সল্টগোলা ক্রসিং, সল্টগোলা থেকে সিমেন্টক্রসিং এবং সিমেন্টক্রসিং থেকে সমুদ্রসৈকত পর্যন্ত চার ধাপে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সাড়ে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যরে চার লেনের এ প্রকল্পে র‌্যাম্প ও লুপসহ এটির দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার এবং প্রস্থ ৫৪ ফুট। প্রতিটি র‌্যাম্প হবে দুই লেনের। সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে।

চট্টগ্রাম নগরে যাতায়াতের প্রধান সড়ক ২৫ কিলোমিটারের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে কালুরঘাট সড়ক। এ সড়ক দিয়ে বিমানবন্দর যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। যানজটে পড়ে বিমানের ফ্লাইট মিস করার দৃষ্টান্তও আছে। কিন্তু চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে বিমানবন্দরে পৌঁছা যাবে মাত্র ৩০ মিনিটে। চট্টগ্রামের যাতায়াতে স্বপ্ন দেখাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। সময়ও বাঁচাবে দুই ঘণ্টা। বাড়বে বিদেশি বিনিয়োগ। যানজট কমবে নগরে। বিকশিত হবে পর্যটন খাত।  লকডাউনের সময় কাজ কিছুদিন বন্ধ থাকলেও এখন যথানিয়মে কাজ চলছে। বর্তমানে কাজের অগ্রগতি ৩৫ শতাংশ। আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মুম্বাই ও কলকাতাসহ বিভিন্ন দেশে বিমানবন্দর কেন্দ্রিক পৃথক যোগাযোগ ব্যবস্থা আছে। বিলম্বে হলেও চট্টগ্রাম বিমানবন্দর কেন্দ্রিক এলিভেডেট এক্সপ্রেসওয়ে হচ্ছে। এখন আমাদের প্রাণের দাবি, অগ্রাধিকার ভিত্তিতে কাজের সর্বোচ্চ মান নিশ্চিত করে দ্রুত যাতে কাজটি শেষ করার। কারণ এটি বাস্তবায়ন হলে টানেল, ইকোনমিক জোনসহ বড় প্রকল্পের সুফল মিলবে। তাছাড়া, বর্তমানে বিমানবন্দরে যাওয়ার সড়কটিতে যানবাহন চলতে চায় না। যান চললেই নষ্ট হয় নানা যন্ত্রাংশ।’

তরুণ ব্যবসায়ী প্রকৌশলী ইশতিয়াক উর রহমান বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করতে দুই ঘণ্টার বেশি সময় লেগে যায়। সঙ্গে থাকে চরম ভোগান্তি। এই দুই ঘণ্টা আমাদের নষ্টই হয়। কিন্তু এই সময়টা বাঁচানো দরকার। আমরা চাই ৩০ মিনিটের মধ্যে শহরে প্রবেশ করতে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে।’

সর্বশেষ

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...

বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্পে পরিবেশবান্ধব বা গ্রীন শিপ ইয়ার্ডের শুভ যাত্রা শুরু

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অঙ্গনে শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। এবার অতি সম্ভাবনাময় এই খাতটিকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যেতে...

নতুন বিতর্কিত ম্যাপ প্রকাশ করে বিশ্বকে কি বার্তা দিতে চায় রেড জায়ান্ট চীন?

গত ২৮শে আগস্ট চীনের শি জিং পিং সরকার দেশটির এক নতুন ও বিতর্কিত মানচিত্র প্রকাশ করে। যেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল...

রাশিয়ার নিউক্লিয়ার যুদ্ধের হুংকার আসলে ঠিক কতটা যৌক্তিক?

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ও পশ্চিমা বিশ্বকে মোকাবেলায় রাশিয়া এবার তার অত্যন্ত ভয়ংকর অস্ত্র আরএস-২৮ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিউক...
bn_BDবাংলা