সাধারণ শিক্ষার্থীদের দা’বির মুখে শিক্ষার্থীদের নিরাপদ যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের শিক্ষার্থীদের উপহার দিয়েছেন যে কোন গৌন্তব্যে ৫টাকা ভাড়ায় ১০টি স্কুল বাস।
গত ২৫শে জানুয়ারি শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই বাসগুলোর উদ্বোধন করেন।
২৬ জানুয়ারি এই স্কুল বাসগুলোর শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা। এমন উপহারে খুশি ছিলো সাধারণ স্কুল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। তবে, প্রশ্ন ছিলো এই সকল বি আর টি সি অধীন বাসের রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের।
আনুষ্ঠানিক যাত্রার একদিনের মাথায় আজ (২৮ জানুয়ারি) নগরীর বায়েজিদ থানা অধীন টেক্সটাইল মোড়ে দেখা গেলো বাসগুলোর ভিন্ন চিত্র। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের স্বার্থে দেয়া বাসে শিক্ষার্থীর বদলে উঠছে সাধারণ কর্মজীবী যাত্রীগণ।
এমনবস্থায় বি আর টি সি মালিকানাধীন এই স্কুল বাসগুলো কতদিন শিক্ষার্থীদের সঠিক সেবা প্রদান করতে পারে এই বর্তমানে সংশয়।