মোহাম্মদ নাসির, সাতকানিয়াঃ বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারণে সাতকানিয়া উপজেলায় চলছে লকডাউন। প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে সাতকানিয়ার সকল শ্রেণিপেশার মানুষ কর্মহীন ও গৃহবন্দী রয়েছেন। উপজেলা জুড়ে শতশত পরিবার অসহায়ত্ব মানবেতর জীবন যাপন করছেন। এই সংকটময় মুহর্তে সাতকানিয়ার কর্মহীন হতদরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরুপ খাবার ও ইফতার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান জননেতা আমিনুল ইসলাম আমিন।
করোনা পরিস্থিতি শুরুর পর থেকে চট্টগ্রাম-১৫ সংসদীয় এলাকা সাতকানিয়া-লোহাগাড়ায় পর্যায় ক্রমে বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ হচ্ছে।
তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের সৌজন্যে ১মে বিকেলবেলা ২য় ধাপে সাতকানিয়ার বর্তমান করোনা মহামারী দূর্যোগ পরিস্থিতির শিকার সাতকানিয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের ১০০ নেতাকর্মীদের পরিবারের মাঝে চাল, তৈল, চিনি, সেমাই, চনা উপহার স্বরুপ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শফিউল আলম সোহেল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, রবিউল হাছান রবিন, জুনায়েদ, রিদুয়ান, তারেক, আকিব, হান্নান সহ প্রমুখ।