মোঃইয়াসিন,সাভারঃ
আশুলিয়ায় ছাটাইকৃত শ্রমীকদের চাকুরীতে পুনর্বহাল,বকেয়া বেতন পরিশোধ ও নির্যাতন বিরোধী বিক্ষোভ সমাবেশ সহ মানববন্ধন করেছে আশুলিয়ায় ছাটাইকৃত বিক্ষোব্ধ শ্রমিকেরা।
আজ বুধবার(১৭ জুন) সকাল ১০.৩০ মিনিট,ছাটাইকৃত শ্রমিকদের চাকুরীতে পুনর্বহাল ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আশুলিয়া- বাইপাইল মোড় প্রদক্ষিন করে জামগড়া ফেন্টাসী কিংডমের সামনে অবস্থান নেয়।
উল্লেখ্য, চলমান করোনা,ভাইরাসের অজু্হাতে পোশাক শিল্পকে ধ্বংশের মুখে ধাবিত করছে কিছু উল্লেখিত পোশাক কারখানার মালিক পক্ষ।সরকারি প্রনোদনা পাওয়া সত্তেও কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে শ্রমীক ছাটাই সহ পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষনা করে আসছে। ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা জানান,আশুলিয়ার মেডলার অ্যাপারেলস ২৪৫ জন,রেজা ফ্যাশন ৩ শতাধিক,স্টারলিং ক্রিয়েশনের দুই শতাধিক,ভিনটেজ গার্মেন্টস। এর ৪০ জন কর্মী ছাটাই সহ মেডলার অ্যাপারেলস ও রেজা ফ্যাশনের ৭০০-৮০০ শ্রমিকের নামে মিথ্যে মামলা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিক নেতৃবৃন্দরা বলেন আগামী শনিবারে মধ্যে এই সব ছাটাইকৃত শ্রমিকদের চাকুরীতে পুনর্বহাল, শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধসহ শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বিজিএমইএ ভবন ঘেরাও করা হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাভার- আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটি সভাপতি এ্যাডভোকেট সৌমিত্র কুমার দাশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাভার- আশুলিয়া শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাভার- আশুলিয়া, ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর সাভার-আশুলিয়া সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু,বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু, লালন শেখ, মিজানুর, অরবিন্দু ব্যাপারী, মেডলার এ্যাপারেলস লিঃ এর ছাটাইকৃত শ্রমিক মিন্টু, আসমা, রহিমা প্রমুখ।
তারা চলমান সংকট নিরসনে বিজিএমইএ এর হস্তক্ষেপ কামনা করে আশু সমাধান আশা করেন।