গাজীপুর কালিয়াকৈর এলাকায় একজন সমাজপতি কর্তৃক নির্যাতনের শিকার হলেন ঐ এলাকার এক মহিলা, সমাজপতির মধ্যযুগীয় বর্বরতার বিচার চান ওই এলাকার সাধারন জনগন নির্যাতিত মায়ের পাশে চিৎকার করে কেঁদে বিচার চান তার অসহায় সন্তান।
গাজীপুর কালিয়াকৈরের লতিফপুরে নির্যাতিত এই মায়ের বসবাস, দুপুরে তিনি সন্তানকে নিয়ে নিজের ঘরের ভিতরে দুপুরের ভাত খাচ্ছিলেন “হঠাৎ করে জালাল উদ্দিন নামের এই সমাজপতি ওনার ঘরে ঢুকে সন্তানের সামনে তার মায়ের চুল ধরে টেনে হিছড়ে ঘর থেকে বের করে নিয়ে নির্যাতন করে গুরুতর আহত করেন। এলাকা বাসী জানায় সামান্য কথা কাটাকাটির জের ধরে এই প্রহার করেন সেই সমাজপতি।
বর্তমানে তিনি হাসপাতালের ইমাজেন্সি তে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।