সাম্প্রতিক শিরোনাম

গোলাপগঞ্জের আমকোনায় হামলার ঘটনায় থানায় অভিযোগ

কামরুল ইসলাম শিপু,গোলাপগঞ্জঃ
গোলাপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। ১৯এপ্রিল উপজেলার উত্তর বাদেপাশা ইউপির আমকোনা গ্রামের বুরহান উদ্দিনের ছেলে রিপন বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেন। অভিযুক্তরা হলো-একই গ্রামের মোক্তাদির আলী লাল মিয়ার ছেলে কামাল, লায়েক, রেহান আহমদ, মৃত সিদ্দেক আলীর ছেলে মোক্তাদির আলী লাল মিয়া ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মলিকপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে সাদিক।


অভিযোগে উল্লেখ করা হয়- ১৫ এপ্রিল (বুধবার) বিকাল সাড়ে ৫টার দিকে আমকোনা গ্রামের মৃত মছব্বির আলী (জরা মেম্বার) এর ছেলে ও বাদী রিপন এর চাচা আলিম উদ্দিন (৫০) ও শাপলু মিয়া (৩৫) আছিরগঞ্জ বাজারে যাওয়ার পথে বাজার সংলগ্ন এলাকায় যাওয়া মাত্র পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা বিবাদীগণ দা, কিরিছ, রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীগণ অত্যাচারী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন থেকে তাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরআগেও বিবাদীগণ বাদী পক্ষকে মারপিট করে। এঘটনায় একটি মামলা (সিআর-৪৩/২০২০) তদন্তাধিন রয়েছে। এ মামলা উঠানোর জন্য বিবাদীগণ চাপ দেয় কিন্তু বাদী পক্ষ মামলা তুলতে অস্বীকৃতি জানালে তাদের উপর আবারো হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুরাদুল্লাহ বাহার বলেন, থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...