শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল থেকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে অভিযান চালানো হচ্ছে।
১৫ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত এ অভিযান শুরু হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় গত তিনদিনে প্রায় ১৬০০ অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণ করা হয়েছে।
গত তিনদিনে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণের বিষয়ে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় গুলশান, বনানী ও প্রগতি সরণিতে অভিযান চালানো হয়েছে।