“মানুষ মানুষের জন্য” এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকগণের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিবার।
রাজধানীর বিভিন্ন প্রান্তে থাকা ছিন্নমূল শিশু ও দুঃস্থদের মধ্যে প্রতিদিন দুই হাজার পাঁচশ জনের খাবার সরবরাহ করছে ডিএমপি।
ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর আন্তরিক প্রচেষ্টায় ৩১ মার্চ, ২০২০ রাজধানীর ৫০টি থানায় দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষের দুপুরের খাবার সরবরাহ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে মোট পঁচিশশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।
এর বাইরেও পুলিশের বিভিন্ন বিভাগ ও ইউনিট নিজেদের উদ্যোগে খাবার বিতরণ করছে।
সোমবার রাতে গেন্ডারিয়ার বিভিন্ন বস্তি এলাকা ও রেল লাইনের পাশে বসবাসকারী ছিন্নমূল ৩০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করে ওয়ারী বিভাগ। তাদের নিজস্ব তত্ত্বাবধানে সবজি খিচুড়ি ও ডিম রান্না করে তা অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।