ঢাকা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. উজ্জলকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. উজ্জল কে বহিষ্কার করা হয়েছে।
গতকাল ১ জুলাই বুধবার সন্ধ্যায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশের তথ্যমতে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার থেকে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ার ভাদাইলের তালতলা এলাকার ব্যক্তিগত অফিস থেকে তাকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় রিকশাওয়ালা, ময়লা ব্যবসায়ী, ফুটপাতের দোকানদারসহ বিভিন্ন জায়গা থেকে তিনি চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় বাড়ি নির্মাণ করতে হলেও তাকে মোটা অংকের চাঁদা দিতে হয় বলেও জানা গেছে।