নিরাপদভাবে পথচারীদের পার হওয়ার জন্য ঢাকা-১৪ আসনের আওতাধীন মিরপুরের রাস্তায় বসানো হয়েছে ডিজিটাল রোডক্রস। মিরপুর-২ এ বসানো এত উন্নত প্রযুক্তির রোড ক্রসিং সিস্টেম এর আগে দেশের কোথাও স্থাপন করতে দেখা যায়নি।
মিরপুরের ঢাকা কমার্স কলেজের সামনের রাস্তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্দ্যোগে বসানো হয়েছে নতুন এই প্রযুক্তি।
এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য মোঃ আসলামুল হক জানান, বাংলাদেশে আমাদের ঢাকা-১৪ আসনের রাস্তায় প্রথম বসেছে ডিজিটাল রোডক্রস। শিক্ষার্থী ও সাধারণ জনগণের সুবিধার্থে সড়ক নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যেই এই ব্যবস্থা।
এই ব্যবস্থা কার্যকর হলে সড়কে অযাচিত প্রাণহানী থেকে রক্ষা পাবে মানুষ। সবার সচেতনতা আর সঠিক ব্যাবস্থাপনায় নিরাপদ সড়ক গড়তে আমরা বদ্ধপরিকর।’
ডিজিটাল রোডক্রসের বিশেষত্ব হচ্ছে, কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট সুইচে চাপ দিলে নিচ থেকে ট্রাফিক পিলার উঠে দাঁড়াবে।
এই পিলারই রাস্তা রোধ করে দাঁড়াবে, ফলে থেমে যাবে গাড়ি। রাস্তা পার হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এই পিলার আবার রাস্তার নিচে নেমে যাবে।